শনিবার, ৪ আগস্ট, ২০১২

কবিতাগুচ্ছ- ৬


আহমদ সিরাজের সাথে শেকড়ে


গান পাতার আড়ালে লুকিয়ে ছিলাম এতোকাল
আজ তাল পেয়ে বেজে উঠেছি সহসা
মনুতীরে

কী যে চুপি চুপি থাকা আনমনে, আপনমনে
শহরে শহরে ব্যাধেরা নেমেছে শব্দ শিকারে
তীরের ফলায় রক্তাক্ত সারাবন
বন্ধুরা যারা ছিল, মরেছে

আর আমি পালিয়ে উড়ে যাওয়া,লুকিয়ে থাকা
সামান্য কণ্ঠ পাখি, নিঃসঙ্গ ছিলাম,একা ছিলাম
                                  লুকিয়ে ছিলাম

আজ তাল পেয়ে এসেছি লোকালয়ে
গেয়ে উঠেছি গান মনুতীরে

ও গান পরাণ গেয়ে চল




আগুন শিকারী


ছাইয়ের ভেতর লুকিয়ে ছিল, যেই পড়তে গেছি ছাইভষ্ম
অমনি ছড়িয়ে আগুন পাতায় পাতায়
সবখানে

মৃতেরা রেখে গেছে লুকিয়ে আগুন ছাইভষ্মে
আর আমি উৎসুক বালক কী ভেবে পড়তে গেছি
ছাইভষ্ম কালো অক্ষরে
কী জানতাম তাতেই ছড়াবে আগুন

সবখানে- আমার ভেতরে


মা


এখনও যদি মা বলে ডাকি
কবরেরও দরোজা খুলে যাবে

মা ডাক এমনই মোহন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন