শনিবার, ৪ আগস্ট, ২০১২

কবিতাগুচ্ছ- ৫




মানে


সেই যে বলেছিলে হাওয়া দুলিয়ে -
       যা পাগল এসবের কি কোন মানে আছে
       যা কিছু মানে, টীকা টিপ্পনী,ফুটনোট, ভাষ্য ব্যাখ্যা
       সকলই বানানো, গাঁজাখোরি
       যারা খুঁজেছে তারাই উচ্ছন্নে গেছে 
       ভেবে দেখ বুদ্ধুর জীবন
       সিংহাসন ছেড়ে একা একা পথে পথে 
       আর আমাদেরও তাই শিখিয়েছে

কিন্তু, আমাদের আছে নখর ও শিং
আমরা তাই দিয়ে ক্ষত বিক্ষত করেছি
 সহস্র বৎসর ধরে নিজেদের জীবন

আজ নিজেকে ছিঁড়ে খুঁড়ে জেনেছি
এ সবের কি কোন মানে আছে ?
মানে ছিল ? থাকার সম্ভাবনা আছে ?

যা কিছু নকল, যা কিছু বানানো
ছিঁড়ে চল, ফেড়ে চল ওরে আমার মন 



ফেরা


আজ বহুদিন পর গান এলো ধুলোপায়ে,ধূলিমলিন সন্ধ্যায়
চলেছেন দিনমনি অস্থাচলে,ক্লান্ত, মৃদুপায়

ও গান কোথায় ছিলে, কতদিন রক্তাক্ত দিন

কত যে কাতর আমি

ও গান আমাকে একলা ফেলে কোথায় ছিলে ?
আজ ফিরে এসেছো সন্ধ্যায়, রক্ত ধুলো মাখা পায় !

ও ছায়া কোলে এসো আবার মিলি
মৌনতার দীর্ঘরাতে



আলুবাদ্য


শামীম কবির ঘুমাতে গেছে বেশ আগে
আমিও ঘুমাতে গেছি বিষ্যুদবার শেষরাতে
শুক্ররারে ঘুম আর ভাঙ্গছে না
বাজিয়ে যাচেছ ফোন হামীম কামরুলশওকত হোসেন
শোয়াইব ভাই লেখা.. শোয়াইব ভাই লেখা.. শোয়াইব ভাই লেখা..
শামীম বেশ ঘুমাতে পারছে,ফোনে ওকে পাচেছ না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন