শনিবার, ৪ আগস্ট, ২০১২

কবিতাগুচ্ছ-২


বাতাস প্রেমিক

এই অনন্ত চরাচরে মাঠের ওপারে
হেঁটে চলেছেন বাতাস, তিনি নটী
তার পায়ে চটি, ধূ ধূ ধূলি উড়ছে
তার খুরে
আর আমি জানালার এপারে
বসে আছি তার অপেক্ষায়

আমি কি তবে প্রেমিক পুরুষ?


সন্তরণ

জলে নেমেছি নেহাৎ জলের টানে
নেমে নেমে ক্রমশ মাঝখানে,দেখি ঠাই নেই
অগত্যা সন্তরণ
এই যে জলে আছি,চারপাশে শুধু ঢেউ,জলের ধ্বনি,কোলাহল
এই ধ্বনিরাশি,ঢেউরাশি,আর কত থাকা যায় উদ্দেশ্যহীন
একটা তীর তো দরকার

কোন তীরে যাবো তারা সব দূরে দুরে
অস্পষ্ট, যেন মায়া

তীরে যারা গেছে কেউ ফিরেনি
তীর নিয়ে আছে কবšধ গল্পাবলি

স্রোতের সাথে শুধুই ভেসে যাওয়া,উদ্দেশ্যহীন


ম্লানমুখে জীবন


মন জুগিয়ে চলি সদা তোমার
তবু থাকো ম্লানমুখে
তোমার জন্য আমার সকল দিনমান
ক্লান্ত সন্ধ্যা,নির্ঘুম রাত
রক্তফেনামাখা মুখে
তোমার জন্য শুধু তোমার জন্য
রক্ত পানি করে চলি
তবু থাক ম্লানমুখে,ওহে জীবন আমার



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন