ফিরে চলা, ধুলোপায়ে
ফিরে যাওয়ার কথাই ভাবছি,ধুলোপায়ে।
পিছনে রইল পড়ে দীর্ঘপথ,উটের
বেদনা নিয়ে
পথ চলার কষ্টের কথাই ভাবছি।
এই যে পা কেটেছে পাথর ও কাঁটায়,তার
উপর ধুলোর আস্তরণ
রক্ত তাকেও যায় না চেনা,শুধুই
হাঁটার স্মৃতি
পথ হারানোর স্মৃতি
কী লাভ জমিয়ে স্মৃতিভারফিরে চলা সেই ভালো,
স্মৃতিহীন,ধুলোপায়ে
পিতারযাত্রা
পিতা চলেছেন অস্তাচলে,আমরা
তার পুত্র কন্যারা দুঃখিত মুখে
আতস কাচ ধরেছি তার সন্মুখে,বেদনা
উঠছে ফুপিয়ে,
ভাপ পড়ছে গায়ে,সামনে
তার অরণ্য-গহনবন
অগস্থ্যযাত্রা, আজ
অবেলায়।
দারাপুত্র পরিবার কেউ যাবে না সাথে ধর্মকথা
সত্যি হতে চলেছে আজ,অভিমানে
ফুলে ফুলে উঠছেন পিতা
উপরন্তু এই দেশে পানীয় এমনকী খাদ্যকণাও দেবে
না সাথে
যাত্রা ক্ষুধাপরিজন কাতর।
কী আছে আমাদের দেয়ার,বিলাপ
ছাড়া!
অস্তিত্ব
যে ছিল, আজ
নেই,সেও
আছে
এই বাতাসের ভেতর আছে,আছে
সন্ধ্যার ভেতর।
নাই বলে কিছু নেই।আছে, সকলই
আছে।
যে ছিল নালন্দায়,তক্ষশীলায়,আজটেকে, ইনকায়
সেও আছে, আমাদের
ভাবনার ভেতর,বোধের ভেতর।
যে মুদ্রা হারিয়েছে দেবালয়ে তীর সন্ধ্যায়
যে গানে হারিয়েছে দরবার হতে
সেও আছে,লোকালয়ে
আছে,পাখির
কণ্ঠে আছে
সকলই আছে।
কিছুই হারায় না,পারে
না হারাতে
সময় ধরে রাখে গোপন মায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন